ব্যাংক কেলেঙ্কারি
সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন মমতা
প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার
ভারতের কর্পোরেটগুলোর অনাদায়ী ঋণ নিয়ে সরব হল তৃণমূল। এ নিয়ে আলোচনার জন্য রাজ্যসভায় নোটিসও দিল তারা। বিষয়টি নিয়ে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও`ব্রায়েন। পাশাপাশি, ফেসবুকেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ডেরেক ও`ব্রায়েনের বক্তব্য, কেন্দ্র ব্যাংক জালিয়াতি, দলিতদের সমস্যা ও কৃষকদের দুর্দশার মতো ইস্যু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই সংসদের কাজ চলুক। কিন্তু সংসদে যে হইহল্লা হচ্ছে তা সরকারের তৈরি করা।
এদিকে ব্যাংক কেলঙ্কারি নিয়ে ফেসবুকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলির ঋণ মওকুফ আসলে একটা কেলেঙ্কারি। বাংলার এক সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রের দেওয়া তথ্যকেই হাতিয়ার করেছেন তৃণমূল নেত্রী।
কেন্দ্র জানিয়েছ, ২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির ২ লাখ ৪১ হাজার ৯১১ কোটি টাকা মওকুফ করেছে কেন্দ্র।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশের কৃষকরা যখন ঋণের দায়ে আত্মহত্যা করছেন। তাঁদের ঋণ মওকুফের দাবি গ্রাহ্যই করছে না সরকার। অথচ ব্যাংকের বিপুল টাকা ঋণ মওকুফ করা হচ্ছে। এমনকি ব্যাংকের ঋণ সম্পর্কে তথ্যও প্রকাশ করা হচ্ছে না। এটা কি দুর্নীতি নয়!
কেন্দ্র জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশ করা যাবে না। সেই তথ্যও জনসমক্ষে আনার দাবি জানান তৃণমূল নেত্রী। কেন ওই তথ্য প্রকাশ্যে আনা যাবে না তারও ব্যাখ্যা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্র: জিনিউজ
একে//টিকে