ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

আজ সংবাদ সম্মেলন করবে ফখরুল

প্রকাশিত : ০৮:৩২ এএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হবেন।

দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন। এ তথ্য জানিয়েছেন দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।

গত সোমবার সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বুধবার সকালে তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

হাসপাতাল থেকে বের হয়ে আজ দলীয় কার্যালয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন।

এসএ/