ম্যানসিটিকে ৩-০ গোলো হারালো লিভারপুর
প্রকাশিত : ১২:২৬ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
ম্যানচেস্টার সিটিকে এবারের আসরের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। কিন্তু সেই তাদেরকেই কি-না ৩-০ গোলে বিধ্বস্ত করলো ইয়োর্গেন ক্লপের দল! মোহাম্মদ সালাহ, ওক্সলেড-চেম্বারলিন ও সাদিও মানের লক্ষ্যভেদে সেমিফাইনালে যাওয়ার পথে এখন ফেভারিট লিভারপুলই।
বুধবার রাতে আনফিল্ডে খেলতে নেমে ‘অল ইংলিশ’ কোয়ার্টার ফাইনালে বল পজেশনে পেপ গার্দিওয়ার দল এগিয়ে ছিল বরাবরের মতোই। তবে পায়ে বল থাকলে কীভাবে আক্রমণে যেতে হয়, সেটা আরেকবার দেখিয়েছে লিভারপুল।
ম্যাচের শুরু থেকে বল নিজেদের দখলে নিয়ে খেলতে থাকে ম্যানসিটি। কিন্তু ম্যানচেস্টার সিটির সমর্থকদের বুকে প্রথম ছুরিটা বসান সালাহ। তবে মিশরীয় এই ফরোয়ার্ডের প্রশংসার চেয়ে বেশি সমালোচিত হবেন সিটিজেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তার শিশুসুলভ ডিফেন্সেই ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সালাহর পাস বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে শট করেছিলেন রবার্তো ফিরমিনো। তবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিহত করেন তার স্বদেশি গোলরক্ষক এদেরসন। যদিও ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল চলে আসে ওতামেন্দির কাছে। আর্জেন্টাইন ডিফেন্ডারও ব্যর্থ। তবে ততক্ষণে গোলমুখের সামনে চলে আসা সালাহ আর ভুল করেননি। বল জড়িয়ে দেন জালে। মৌসুমে এটি তার ৩৮তম গোল।
ম্যাচের ১৪তম মিনিটে সিটিও গোলের সুযোগ পেয়েছিল কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে সানের করা দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। পরে ২১তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ওক্সলেড-চেম্বারলিনের গোলটি ছিল দেখার মতো। বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা এক শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা। তার বুলেট গতির শট ঠেকানোর কোনও সুযোগই পাননি এদেরসন।
দুই গোলে খেয়ে সিটির খেলোয়াড়রা যেনো খেই হারিয়ে বসে। এই সুযোগে ৩১তম মিনিটে মোহাম্মেদ সালাহর ক্রস থেকে হেডে চ্যাম্পিয়ন্স লিগে নিজের সপ্তম গোলটি করেন সেনেগালের তারকা সাদিও মানে। ফলে প্রথমার্ধেই স্বাগতিকরা ব্যবধান ৩-০ করে ফেলে। ম্যাচের ৪১তম মিনিটে ফিরমিনোর দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে চলে না গেলে আবারও গোলের আনন্দে মাততে পারতো লিভারপুল।
বিরতি থেকে ফিরেও আক্রমণাত্মকভাবে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ৫২তম মিনিটে সানের ভলি গোলবারের সামান্য উপর দিয়ে চলে যায়। পরে ৫৪তম মিনিটে মোহাম্মেদ সালাহ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে তার পরিবর্তে মাঠে নামে ওনাইলদাম। ৬৮তম মিনিটে সিলভার কর্নার থেকে ওটামেন্ডির হেড একটু জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের বাকিটা সময় গোলের সুযোগ তৈরি করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় ম্যানসিটি গোলমুখে পুরো ম্যাচে একটি শটও নিতে পারেনি। ফলে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলার দলকে।
আর ৩-০ গোলে পিছিয়ে থেকে সামনের সপ্তাহে ঘরের মাঠ ইতিহাদে সেমিফাইনাল স্বপ্ন বাঁচাতে মাঠে নামবে ম্যানসিটি।
সূত্র: গোল ডট কম
একে// এআর