ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইকে আরো কার্যকর ও গতিশীল হতে হবে: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ০৪:১২ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:১২ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার

জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইকে আরো কার্যকর ও গতিশীল হতে হবে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার তেজগাঁওয়ের বিএসটিআই ভবনে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বিএসটিআইয়ের কর্মকর্তাদের অবশ্যই সেবার মান নিয়ে কাজ করতে হবে। এছাড়া নতুন নতুন মান ও প্যারামিটার দেশে কার্যকরে চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, দেশের কোনো শিল্প প্রতিষ্ঠানও যাতে কাঙ্খিত মানের বাইরে না থেকে সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখতে হবে।