ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।  

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তার পক্ষে মনোনয়ন ফরম কিনতে আসেন জেলা যুবদলের জেষ্ঠ্য সহ সভাপতি প্রভাষক বশির উদ্দিন।  

খুলনার মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোবায়েত হাসান রানা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎ নেওয়া হবে ইচ্ছুক প্রার্থীদের।

উল্লেখ্য, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ দুটি সিটি কর্পোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল

একে// এআর