ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

নাসির-শান্তর জোড়া সেঞ্চুরিতে আবাহনীর ৩৭৪

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ ম্যাচে মাঠে নেমেই জ্বলে উঠলো নাজমুল হাসান শান্ত ও নাসিরের ব্যাট। দুইজনেই দেখা পেলেন সেঞ্চুরি। আর এতেই ৬ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করেছে আবাহনী লিমিটেড।

বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শুরু থেকে দাপটের সঙ্গে খেলেছে তারা। ম্যাচটি জিতলেই শিরোপা পুনরুদ্ধার করতে পারবে আবাহনী।

বিকেএসপিতে টস হেরে শুরুতে মারকুটে খেলতে থাকে আবাহনী। ঝড়ো সূচনা এনে দেন ওপেনার আনামুল বিজয়। রূপগঞ্জকে বড় টার্গেট দিতে উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে ৯২ রানের জুটি গড়েন নাজমুল। ৪৮ রানের ব্যবধানে পারভেজ রসুল তিন উইকেট নিয়ে আবাহনীকে বিপদে ফেলেন।

এনামুল ৫১ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৭ রানে আউট হওয়ার দ্রুত বিদায় নেন হানুমা বিহারি (৬) ও মোহাম্মদ মিঠুন (১)। এরপর নাজমুলকে সঙ্গে নিয়ে ১৮৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েন নাসির। নাসির শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করলেও পরে বোলারদের উপর চড়াও হয়ে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। ৫৬ বলে হাফ সেঞ্চুরির পর শতরান তুলে নেন ৭৯ বলে। অর্থাৎ বাকি ৫০ রান করতে নাসির খেলেন মাত্র ২৩ বল। শেষ পর্যন্ত ১২৯ রান করে সাজঘরে ফেরেন আবাহনীর এই অধিনায়ক। তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ৪ ছক্কায়।

এদিকে নাসিরের পর সেঞ্চুরির দেখা পান শান্তও। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের চলতি আসরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। পাঁচ সেঞ্চুরি করে মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আশরাফুল। ৪৩ বলে ৫০ করার পর শান্ত ১০০ করেন ৯৭ বল।

রূপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রসুল। আর দুটি পান মোহাম্মদ শহীদ।

শিরোপা জিততে হলে এই ম্যাচে কেবল আবাহনীকে হারালেই চলবে না রূপগঞ্জের। ২ পয়েন্টে পিছিয়ে থাকা দলকে জিততে হবে বিশাল ব্যবধানেও।

একে// এআর