‘কোটাপ্রথা দ্বারা কুমিল্লাকে দাবিয়ে রাখা হয়েছে’
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
কোটাপ্রথা দ্বারা কুমিল্লাকে দাবিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবির কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীন বরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কোটা কখনই মেধার বিকল্প হতে পারে না।
তৎকালীন জগন্নাথ কলেজ, ডাকসু আর সিলেটের এমসি কলেজ বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করতো উল্লেখ করে তিনি বলেন, গত ২৭ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ার ফলে পার্লামেন্টে এখন ব্যবসায়ী প্রতিনিধি বেশি দেখা যায়। তবে ডাকসু নির্বাচনের জন্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা সত্যিই আমাদের আশা জাগিয়েছে। আশা করি আবারো ছাত্র সংসদ থেকে বড় বড় নেতা বের হয়ে আসবেন।
কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এমএইচ/এসি