ইতালির ফুটবলার টনির জন্মদিন আজ
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার
লুকা টনি ইতালির সাবেক ফুটবলার। খুব কম সময়ে ফুটবলে দারুণ নৈপূর্ণ্য দেখিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। ১৯৭৭ সালে আজকের এই দিনে ইতালিতে জন্ম গ্রহন করেন তিনি।
দর্শক ও সহকর্মীদের কাছে লুকা টনি নামেই বেশি পরিচিত এই ইতালিয়ান স্ট্রাইকার। তবে, অনেকে আবার টনি নামেও ডেকে থাকেন। ফুটবল ক্যারিয়ারে ইতালির প্রায় ১২টি ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ১৯৯০ সালে নিজ শহরের ক্লাব ফ্রিগনেসির জার্সিতে খেলা শুরু করেন টনি। আর এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান মডেনা ক্লাবে। মডেনার হয়ে খেলেন তিন মৌসুম।
১৯৯৪ সালে নতুন করে যোগ দেন মডেনা ক্লাবে বয়সভিত্তিক দলে। এই ক্লাবে খেলেন ১৯৯৬ সাল পর্যন্ত। এরপর খেলেন এম্পলি, ফিওরেন্টিনা, ট্রেভিসো, ভিসেনঞ্জা ক্লাবে। আর ২০০১ সালে নতুন করে মাঠে নামেন ব্রেসিকা ক্লাবে। এই ক্লাবে ২০০৩ সাল পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি।
ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০০৭ সালে খেলেন বায়ার্ন মিউনিখ ক্লাবের জার্সিতে। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন রোমাতে। এছাড়া খেলেছেন জুভেন্টাস, গেনুয়া, আল নাসর ক্লাবে। আর ২০১৬ সালে ৪ই মে ভেরুনা ক্লাবে হয়েই খেলা থেকে অবসর নেন তিনি।
ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান এই দক্ষ স্ট্রাইকার। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ইতালির জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ৪৭টি ম্যাচ খেলে গোল করেছেন ১৬টি।