ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

হায়দরাবাদে  ‘আত্মবিশ্বাসী’ সাকিব

প্রকাশিত : ১২:০৯ এএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:২৪ এএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

চার মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবার ২ কোটি রুপি মূল্যে  হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি।  এরই মধ্যে দলটির হয়ে অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার জানান, এবারের মৌসুমে হায়দরাবাদের হয়ে জ্বলে উঠতে বেশ আত্মবিশ্বাসী ও নির্ভার তিনি।

ভিডিওতে তিনি বলেন,‘এখন বেশ ভাল লাগছে। অনুশীলনের শুরুতে একটু স্নায়ুচাপে ছিলাম। অনুশীলনের পরে এখন বেশ আত্মবিশ্বাসী লাগছে। আশা করি এই আত্মবিশ্বাস আজ, কাল এবং প্রতিদিনই কাজে লাগাতে পারবো।’

দলের সমর্থনে সাকিব আল হাসান বলেন, ‘অবশ্যই আমাদের সমর্থন দেবেন। আমাদের একটা ভাল দল আছে। আমরা এগিয়ে যাবোই।’

এমএইচ/টিকে