শাহজালালে ৫০ স্বর্ণের বারসহ আটক ১
প্রকাশিত : ০১:৫০ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ। উদ্ধার হওয়া এ পাঁচ কেজি স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক যাত্রীর কাছ থেকে এই বারগুলো উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক রুকবা ইফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সিঙ্গাপুরের চেঙগায় এয়ারপোর্ট থেকে ফ্লাইট নং-SQ 446 এ করে অবৈধ স্বর্ণ পাচার হয়ে শাহজালাল বিমানবন্দরে আসছে। ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় ল্যান্ড করার পর হুইল চেয়ারে আসা মো. মর্তুজা আলী আনসারীকে (৬৩) সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। তখন তার অন্তর্বাসে লুকানো অবস্থায় ১০০ গ্রামের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা বাসা গুলশান ৭ নম্বর সড়কে। স্বর্ণ বহনকারী মর্তুজা আলীকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। কাস্টমস আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রুকবা ইফাত।
একে//এসএইচ/