রাজধানীতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে আসলাম চৌধুরীর নামে
প্রকাশিত : ০৮:০০ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০০ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার
বিএনপি নেতা আসলাম চৌধুরীর নামে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। ইসরাইলি লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদিকে টাকা দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করায় এই মামলা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, আসলাম চৌধুরীর সহযোগিদেরও গ্রেফতার করা হবে।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট এবং ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদির সাথে যোগসাজশে সরকার উৎখাতের পরিকল্পনা করেছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। এর প্রমাণ মেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নামে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয়। রাজারবাগ টেলিকম অডিটরিয়ামে ঢাকা মহানগর পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এ’কথা জানান আইজিপি।
মোসাদ এজেন্ট সাফাদি অর্থের বিনিময়ে আসলাম ও তার সহযোগিদের সহায়তা করছিলেন বলেও জানান তিনি।
গত মার্চে আসলাম চৌধুরী ও সাফাদি ভারতে একাধিক বৈঠক করেন। এরপর ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে। পরে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এছাড়া, নাশকতার দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার পুনরায় ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত রিমান্ড আবেদনের শুনানি ৩০ মে ধার্য করেন। পরে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়।