বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন: নৌমন্ত্রী
প্রকাশিত : ০৪:২২ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, খালেদা জিয়ার আমলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতিতে প্রথম ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার এটিকে কমিয়ে ১৭ নম্বরে এনেছেন।
শুক্রবার সকালে মাদারীপুরের পানিছত্র এলাকায় ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস স্টোর উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
তারেক রহমানকে শীর্ষ দুর্নীতিবাজ উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, তারেক রহমানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। আসলে বিএনপি শুধু নিজেদের দিকটাই দেখেন। অন্যদেরটা তার দেখতে চান না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নূর প্রমুখ।
একে// এসএইচ/