ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

‘আইপিএল’ নিয়ে আফ্রিদির মন্তব্য সমালোচনার ঝড়  

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তুলনামূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি মনে করেন আইপিএল থেকে  বড় টুর্নামেন্ট পিএসএল!   

এর আগে সম্প্রতি কাশ্মীর ইস্যুতে বিতর্কিত টুইট করে সমালোচিত হয়েছিলেন সাবেক পাকিস্তান এই অধিনায়ক। শচীন-কোহলি-গম্ভীররা পাল্টা জবাবে তার সমালোচনা করেছিলেন। 

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির করণে আইপিএলে পাকিস্তান ক্রিকেটারদের ডাকা হয় না। এ নিয়ে দেশটির ক্রিকেটাঙ্গণে ক্ষোভ রয়েছে। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে এই শহীদ আফ্রিদি বলেন, “আইপিএলের কোনো দল ডাকলেও আমি যাব না। আমাদের পিএসএল আরও বড় প্রতিযোগিতা। যা আমি উপভোগ করছি। বর্তমানে তো নয়ই। অতীতেও আমি আইপিএলের প্রতি আগ্রহী ছিলাম না।”

পাকিস্তানের সাবেক অধিনায়কের এমন টুইটের পর সমালোচনায় মুখর হয়ে ওঠেন ভারতের ক্রিকেটাররা। শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেট ব্যক্তিত্ব পর্যন্ত বলেছেন, ‘বাইরের কারও জানা কিংবা বলার দরকার নেই কী করা উচিত।’

সুরেশ রায়না তার টুইটে লেখেন, ‘আশা করি, আফ্রিদি ভাই পাকিস্তানের সামরিক বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাস ও যুদ্ধ থামানোর অনুরোধ করবেন।’ 

আইপিএলের উদ্বোধনী বছরে ডেকান চার্জার্সে সুযোগ পেয়েছিলেন আফ্রিদি। এরপর আর আইপিএলে খেলার সুযোগ পাননি  তিনি।

উদ্বোধনী বছর আফ্রিদি বলেছিলেন, `আইপিএলে খেলার সুযোগ পেয়ে উপকৃত। বিশ্বের সবচেয়ে বড় লিগে খেলার সুযোগ পাওয়ায় আমার অভিজ্ঞতা বাড়ল। এত সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আর কোথাও হয়নি।` তার ওই কথার সাথে বর্তমান কথার পুরোটাই বিপরীত। তাই তার এই কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামালোচিত হচ্ছে।

খেলার মান ও অর্থের দিক দিয়ে যেভাবেই বলেন না কেন আইপিএলকে নিঃসন্দেহে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলা যায়। এই টুর্নামেন্টে খেলার জন্য বিশ্বের বড় বড় তারকারা মুখিয়ে থাকে। তবে পাকিস্তান সুপার লিগকেও ফেলে দেওয়ার সুযোগ নেই। কিন্তু মান ও চাকচিক্যের দিকে দিয়ে পাকিস্তান সুপার লিগ আইপিএল থেকে পিছিয়ে রয়েছে।

এমএইচ/এসি