ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

বাজেটে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ ও রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার

প্রতি বছরের মতো এবারো বাজেটের বিশাল ব্যায় পরিকল্পনার সাথে পাল্লা দিয়ে রাজস্ব যোগানে ব্যর্থ হয়েছে। তাই আসছে বাজেটে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ ও রাজস্ব আদায়ের পরিধি আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর এডিপি বাস্তাবায়ন ও  রাজস্ব আদায়ে সরকারের মনিটরিংয়ের অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশের কাতারে দাঁড় করাতে দরকার ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, আর প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন বাজেট বাস্তবায়ন। ধারাবাহিক উন্নয়ন প্রবৃদ্ধি ৬ এর উপরে থাকলেও কিস্তু বাড়ছে এডিপি বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের ফারাক। এই দূরত্ব কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিলো ১ লাখ ৭৬ হাজার ২৭০ কোটি টাকা; যা আসছে অর্থবছরে দুই লাখ ৪৮ হাজার কোটি টাকার মতো। আর এডিপি বরাদ্দ থাকবে ১ লাখ ২০ হাজার কোটি টাকা, চলতি অর্থবছর যা ছিল ৯৭ হাজার কোটি টাকা। পরে অবশ্য সংশোধিত এডিপি দাঁড়ায় ৯১ হাজার কোটি টাকায়। তবে, এডিপি’র লক্ষ্য বাস্তবায়নে দরকার প্রশাসনিক দক্ষতা ও স্বদিচ্ছা। আর উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে ট্যাক্স মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ ব্যবসায়ীদের। আগে থেকেই পরিকল্পনা মতো এগোলে রাজস্ব আদায় ও এডিপি লক্ষ্যমাত্রার মধ্যে দুরত্ব কমবে বলে আশা করছেন তারা।