আহতদের দেখতে সিঙ্গাপুরে বিমানমন্ত্রী
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
সম্প্রতি ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। গতকাল রাতে মন্ত্রী হাসপাতালে আহতদের পাশে কিছু সময় অতিবাহিত করেন ও তাদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন খোঁজ খবর নেন।
চিকিৎসাধীন অবস্থায় থাকা তিন যাত্রী হলেন- ডা. রেজাউল হক শাওন, ইমরানা কবীর হাসি ও কবীর হোসেন।
ইউএস-বাংলা আহত যাত্রীদের সিঙ্গাপুরে চিকিৎসা করানোর দায়িত্ব গ্রহণ করেছে। এ দায়িত্ব গ্রহণ করায় তিনি তাদের ধন্যবাদ জানান।
উল্লেখ, গত ১২ মার্চ নেপালের কাঠমুন্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় বিমানের ৭১ জন যাত্রীর মধ্যে ৫০ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশী ২৭ জন, নেপালী ২২ জন এবং একজন চীনা নাগরিক।
এমএইচ/এসি