রাজধানীতে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির দাম (ভিডিও)
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে গ্রীষ্মকালীন সবজির দাম। বৈশাখ সামনে রেখে ইলিশের দাম বাড়লেও রমজানের আগে কমেছে ছোলার দাম। বেশিরভাগ নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামেই।
বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজির দামে উত্তপ্ত কারওয়ানবাজার। গত সপ্তাহের চেয়ে প্রায় সব সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। প্রতিকেজি ঢেড়শ ৪০ থেকে ৫০ , টমেটো ৩০, বেগুন ভেদে ৩০ থেকে ৪৫, করলার কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে পয়লা বৈশাখের আগে ইলিশের বাজারও চড়া। ৭শ থেকে ৮শ গ্রামের মাছ বিক্রি হচ্ছে দেড় হাজার টাকা কেজিতে। ইলিশ ছাড়া অন্য সব মাছ আগের দরেই বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল। স্বাভাবিক আছে পেঁয়াজ-রসুনের বাজারও। তবে রমজানের আগেভাগে ছোলার দাম কেজিতে ৫টাকা কমেছে। ১৪০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি ও ৪৭০টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছে।
আর/টিকে