খুলনা সিটি নির্বাচন
বিলবোর্ড সরাতে সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন
প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:০৭ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে আগেই যেসব বিলবোর্ড, পোস্টার, ব্যানার টানানো হয়েছে তা অপসারণের জন্য ৮ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। নিজ নিজ উদ্যোগে এসব প্রচারণা উপকরণ সরিয়ে নিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মনোনয়নপত্র বিতরণসহ নির্বাচনী কার্যক্রমে জোর দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ই এপ্রিল। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত করা হবে মনোনয়ন। এর আগেই যারা বিলবোর্ড, পোস্টার, দেয়াল লিখন, ব্যানার টাঙিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে নগরবাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, তাদের সতর্ক করে দিয়েছে প্রশাসন।
রোববারের মধ্যে এসব পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সরিয়ে নেওয়া না হলে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তফসিল ঘোষণার পর ব্যস্ত হয়ে উঠেছে খুলনার আঞ্চলিক নির্বাচনী কার্যালয়। এরইমধ্যে সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো সরজমিনে দেখার কাজও সেরে ফেলা হচ্ছে। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন।
আর