লন্ডনে বাঙালি অধ্যুষিত এলাকায় ৬ তরুণকে ছুরিকাঘাত
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
লন্ডনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় ৬ কিশোর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এসব হামলার ঘটনা ঘটে।
সম্প্রতি লন্ডনে ছুরিকাঘাতে নিহতের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে।এমনকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের খুনের সংখ্যা কমলেও লন্ডনের খুনের সংখ্যা বেড়েছে। এমন ঘটনা লন্ডনের ইতিহাসে আগে ঘটেনি।
ছুরিকাঘাতে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এসব হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে তিন কিশোর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনার ঘণ্টা খানেকের মধ্যে ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোর ছুরি হামলার শিকার হন। ওয়েস্ট লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায়ও ছুরিকাঘাতে এক কিশোর আহত হয়। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরি হামলার শিকার হয় নিউহামে।
এরপর প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরি হামলার শিকার হয়েছে বলে জানায় পুলিশ।
কেআই/টিকে