খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো না: ফখরুল
প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর।
শুক্রবার বিকেলে কারাগারে সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ’কথা জানান দলটির মহাসচিব। সেই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে বেগম খালেদা জিয়া নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।
বিকেল চারটার দিকে পুরনো ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক ঘন্টারও বেশি সময় ধরে খালেদা জিয়ার সাথে সাক্ষাতে শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়াসহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন বিএনপির মহাসচিব।
কারাগার থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো না। তারপরও ব্যক্তিগত চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো না থাকলেও, মনোবল শক্ত আছে।
বিএনপির মহাসচিব জানান, নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের পরামর্শ দিয়েছেন দলের চেয়ারপার্সন।
এর আগে সকালে, ঢাকা রিপোর্টার্স ইউনিটেত জাগপা আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি।
ভিডিও:
টিকে