ট্রমাজনিত কারনে প্রাণহানি প্রতিরোধে ২ দিন ব্যাপি চিকিৎসা কর্মশালা
প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০১৬ বৃহস্পতিবার
ট্রমাজনিত কারনে প্রাণহানি প্রতিরোধে শুরু হলো দুইদিন ব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসা কর্মশালা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মশালা শুরু হয়। কানাডার বেসকারী উন্নয়ন সংগঠন টিম ব্রোকেন আর্থ ও রেনেটা লিমিটেডের সহযোগিতায় কর্মশালায় অংশ নেয় নার্স ও চিকিতসকরা। কানাডার ১১ জন বিশেষজ্ঞ চিকিতসক-এর সমন্বয়ে গঠিত একটি দলের তত্বাবধানে বাংলাদেশের বেসরকারি খাতে নিয়োজিত ৮০জন চিকিতসক,নার্স ও প্যারামেডিককে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণ চলবে আগামী ২৭ মে পর্যন্ত। পরে বক্তব্য রাখেন বাংলাদেশ আর্থপেডিক সোসাইটির সভাপতি ডা. আদজাদ হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনইত পিয়েরে লারামি।