(ভিডিও)
তিনশ’ ফুট সড়কে চড়া দামে বিক্রি হচ্ছে মানহীন খাবার
প্রকাশিত : ০২:২১ পিএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ১১:০৩ এএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
পরিকল্পিত নগরায়নের জন্য ঢাকার অদূরে গড়ে তোলা হচ্ছে পূর্বাচল প্রকল্প। কিন্তু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার সুযোগে তিনশ’ ফুট সড়কের দু’পাশে গড়ে উঠেছে অবৈধ দোকান, হাটবাজার। এদিকে, খোলামেলা পরিবেশের কারণে অনেকেই ছুটে আসে পূর্বাচলে। তবে, বেপরোয়া গতির মোটর সাইকেল আর প্রাইভেট কারের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে চড়া দামে মানহীন খাবার বিক্রি করছে এক শ্রেণীর ব্যবসায়ি।
একুশে টিভির নিয়মিত আয়োজন ‘একুশের চোখ’ অনুষ্ঠানে এ নিয়ে বিস্তারিত দেখা যাবে আজ রাত ১০টায়।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শুরু হওয়া পূর্বাচল প্রকল্প পূর্ণাঙ্গ রুপ পাওয়ার কথা ছিল ২০১৩ সালের মধ্যে। তবে, বিভিন্ন জটিলতার কারণে সময় বাড়ানো হয়েছে ২০১৮ সালের জুন পর্যন্ত।
এদিকে, ফাঁকা এই এলাকায় প্রতিদিন ছুটে আসে বিনোদনপ্রিয় অসংখ্য মানুষ। জনসমাগমের সুযোগে পূর্বাচলে গড়ে উঠেছে রেস্তরা, দোকান, হাটবাজার। সেই সঙ্গে চলছে প্রতারণা। স্থানীয়ভাবে উৎপাদিত বলে বিভিন্ন শাক সবজি, ফলমূল বিক্রি হচ্ছে চড়া দামে।
খোঁজ নিয়ে জানা গেছে, এসবের বেশিরভাগই কারওয়ানবাজার ও আশপাশের বিভিন্ন বাজার থেকে এনে পূর্বাচলে বিক্রি করা হয়।
এদিকে তিনশ ফুট সড়কের পাশে স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থানে গড়ে উঠেছে বাজার। রয়েছে খাবারের দোকানও।
পাশাপাশি খোলা জায়গায় তৈরি হচ্ছে মিষ্টি। রসনা বিলাসের পাশাপাশি এসব মিষ্টি অনেকেই কিনে নিচ্ছেন পরিবারের সদস্যদের জন্য।
তবে, মিষ্টির মান নিয়ে রয়েছে প্রশ্ন। টয়লেট ও ড্রেনের পাশে ঘাম ঝরা দেহে খোলা হাতে কারিগররা তৈরি করছেন মিষ্টি। পাশে কিলবিল করছে ড্রেনের কিট। মশা-মাছির অবাধ বিচরণ সেখানে স্বাভাবিক ব্যাপার।
অস্বাস্থ্যকর খাবার ও বেশি দামে পণ্য বিক্রি অপরাধ বলে জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ বিশেষজ্ঞ।
এদিকে, ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ী ও মোটর সাইকেল চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এসব ব্যাপারে রাজউক চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
দেখুন সেই ভিডিও :
এসএ/