ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সড়ক দুর্ঘটনা রোধের দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন (ভিভিও)

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ মহাসড়কের দাবিতে আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে সীতাকুণ্ডবাসী।

চট্টগ্রাম নগরীর সিটি গেট থেকে বড়দারোগারহাট পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, এতিমখানা, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সেবামুলক সংগঠন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ৯টি ইউনিয়ন পরিষদসহ সব শ্রেণির পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

উপস্থিত নেতারা বলেন, শিল্পাঞ্চল সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সম্প্রতি সড়ক-দুর্ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। বিশেষ করে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক দ্বারা পরিচালিত ‘সেইফ লাইন’ পরিবহনের গাড়িগুলো এ রুটে চলাচলকারী যাত্রী সাধারণের আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। গত তিন মাসে এখানে সড়ক-দুর্ঘটনায় মারা গেছেন ৩৩ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

এক বছরে নিহত হয়েছে ১৪৫ জন। যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া, রাস্তাপারাপারের সময় দুর্ঘটনা কবলিত হয়ে পথচারিদের হতাহতের ঘটনা এখানকার নিত্যদিনের ঘটনা। লাগাতার সড়ক-দুর্ঘটনা মহামারীতে রূপ নিয়েছে বলে আজকের এই মানববন্ধনে সংশ্লিষ্টরা দাবি করেন।

এসএইচ/