ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

তফশীল ঘোষণার পর খুলনার রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া(ভিডিও)

প্রকাশিত : ১১:২৮ এএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার

তফশীল ঘোষণার পর সিটি নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে খুলনার রাজনীতিতে। দলীয় প্রতীকে নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। তফসিল ঘোষণায় সন্তুষ্ট জাতীয় পার্টি। যদিও বরাবরের মতোই নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি। সংশয় রয়েছে বামদলের পদ প্রত্যাশিদেরও।

রূপসা-ভৈরবের তীর ঘেঁষে খুলনা শিল্প নগরী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এ শহরের সিটি নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা রাজনৈতিক দলগুলোর মধ্যে। আসন্ন জাতীয় নির্বাচন গুরুত্ব অনেকটাই বাড়িয়েছে এই নির্বাচনের।

নিজেদের মতো করে হিসেব কষছেন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে সুশৃঙ্খল নির্বাচন প্রত্যাশা আওয়ামী লীগের এই নেতার।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি বলছে, সিটি নির্বাচনই প্রমাণ করবে জনমনে সরকারের অবস্থান।

এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করছেন বাম নেতারা। যদিও তফশীল ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি।

আগামী ১৫মে অনুষ্ঠিত নির্বাচনে ১জন মেয়র, সংরক্ষিত নারী আসনে ১০জন সহ ৪১জন কাউন্সিলর নির্বাচিত হবেন।