প্রেসমার্ক দেখেও সাংবাদিককে গুলি করে ইসরায়েলি বাহিনী
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৮ এপ্রিল ২০১৮ রবিবার
গত শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের জড়ো হয় স্বাধানতাকামী ফিলিস্তিনিরা। ওইদিন বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী। আর এতে প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট পরা ইয়াসের মুর্তাজা নিহত হন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সাংবাদিকদের গায়ে প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট দেখেও ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে।
শিকাগো টাইমস জানিয়েছে, গাজা উপত্যকায় দ্বিতীয় সপ্তাহের মতো শুক্রবারের বিক্ষোভের সময় কর্তব্যরত সাংবাদিকদেরও রেহাই দেয়নি দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। প্রেস লেখা সুরক্ষা জ্যাকেট পরা থাকা সত্ত্বেও সাংবাদিকদের ওপর নির্বিচার গুলি চালিয়েছে তারা। ওই দিন বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১০ বিক্ষোভকারী নিহত হন। এ ছাড়া পরের দিন আহত সাংবাদিক ইয়াসের মুর্তাজাও নিহত হন। তিনি স্থানীয় আইন মিডিয়ার সাংবাদিক হিসেবে কাজ করতেন। শুধু তাই নয়, গত ৫ বছর আগে তিনি ছোট একটি অনলাইন মাধ্যমও খোলেন বলে জানা গেছে।
ফিলিস্তিনি জার্নালিস্ট সিন্ডিকেট জানিয়েছে, মুরতজা ছাড়াও আরও পাঁচ সাংবাদিক ওইদিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। মুরতজার ভাই সাংবাদিক মুতাজেম বলেন, বিক্ষোভকারীরা যেখানে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করছিল, আমরা সেখান থেকে অন্তত ২৫০ মিটার দূরে থেকে ছবি তুলছিলাম। তখন সেনাবাহিনীর সদস্যরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। যখন মুর্তাজার শরীরে গুলি লাগে, তখন আমি তার পাশেই ছিলাম। সেনাবাহিনীর গুলিতে সবাই এদিক-ওদিক ছুটোছুটি করলেও মুর্তাজা মাঠিতে লুটিয়ে পড়ে যান।
এদিকে ফ্রিল্যান্স সাংবাদিক আশরাফ আবু ওমর বলেন, আমাদের জ্যাকেটে বড় বড় অক্ষরে প্রেস লেখা ছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী তা সত্ত্বেও আমাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। শনিবার মুরতজার জানাজায় শত শত ফিলিস্তিনিকে অংশ নিতে দেখা গেছে। এ সময় তার মরদেহ দেশটির জাতীয় পতাকায় মোড়ানো ছিল। আর তার বুকের ওপর ছিল প্রেস লেখা একটা সুরক্ষা জ্যাকেট।
সূত্র: শিকাগো টাইমস
এমজে/