মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৭ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০২ পিএম, ২৭ মে ২০১৬ শুক্রবার
এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন প্রসঙ্গ। দ্বিতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দোপাধ্যায়। তার ৪২ জনের মন্ত্রিসভায় রয়েছে ১৮ নতুন মুখ।
কলকাতার রেড রোডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উপস্থিত রয়েছেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও রয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। আছেন আন্তর্জাতিক প্রতিনিধিরাও। শহরের ফোর্ট উইলিয়ামের মূল ফটকের ৫০ ফুট ছেড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। ১৯ হাজার দর্শকের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে রেড রোডে। শপথ অনুষ্ঠানস্থল ঘিরে আছে তিন স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা।