ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

যুক্তরাজ্য ই.উ ত্যাগ করলে বিশ্বের অর্থনীতিকে হুমকির মধ্যে ফেলে দেবে সতর্কতা জি সেভেন জোটের নেতাদের

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৭ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:০৩ পিএম, ২৭ মে ২০১৬ শুক্রবার

যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করলে তা গোটা বিশ্বের অর্থনীতিকে হুমকির মধ্যে ফেলে দেবে বলে সতর্ক করে দিয়েছেন জি সেভেন জোটের নেতারা। জাপানে জি সেভেন সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় এমন সতর্কবার্তা দেন তারা। ঘোষণায় বলা হয়েছে, এর ফলে বৈশ্বিক বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান খাতে নিম্নমুখীতার প্রবণতা বৃদ্ধি পাবে। ২৩ শে জুন ইইউতে থাকা না থাকা নিয়ে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে। জাপানের ইসেশিমায় শিল্পোন্নত ৭টি দেশের দুইদিন ব্যাপী সম্মেলন শেষে বৈশ্বিক প্রবৃদ্ধিকেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া, শরণার্থী সংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে, প্রয়োজনীয় সহায়তার জন্য উন্নত দেশ ও দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।