ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র তাণ্ডবে ঝাউ বাগানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৭ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:২০ পিএম, ২৭ মে ২০১৬ শুক্রবার

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র তাণ্ডবে কক্সবাজার সমুদ্র সৈকতঘেষা ঝাউ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঢেউয়ের তোড়ে উপড়ে পড়েছে কয়েক হাজার ঝাউগাছ। কক্সবাজারের রক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউবন বিলীন হওয়ায় উদ্বিগ্ন বনবিভাগ। দৃষ্টিনন্দন ঝাউবাগান শুধুই পর্যটকদের আকর্ষণ বাড়ায় না, প্রাকৃতিক দুর্যোগে উপকূল রক্ষায়ও ভূমিকা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও সৌন্দর্য্য বর্ধনে কক্সবাজারের ১শ’ ২০ কিলোমিটার সমুদ্র সৈকতে গড়ে তোলা হয় ঝাউ বাগান। ১৯৭৪ সাল থেকে বাগান গড়ে তোলে স্থানীয় বনবিভাগ। গত ২১শে মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্নিঝড় রোয়ানু। এতে ক্ষতির শিকার হয় বিশাল এই ঝাউ বাগান। সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ঢেউয়ের তোড়ে ঝাউগাছের গোড়া থেকে বালি সরে সমুদ্র সৈকতের নাজিরারটেক, শৈবাল পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে সাগরের বালিয়াড়িতে উপড়ে পড়েছে কয়েক হাজার ঝাউ গাছ। এছাড়াও শহরের বাঁকখালী নদীর মোহনা থেকে টেকনাফ বদর মোকাম পর্যন্ত বিস্তীর্ণ ঝাউ বাগানেরও ক্ষতি হয়েছে। উপকূল সুরক্ষায় ও সৈকতের সৌন্দর্য ধরে রাখতে যত দ্রুত সম্ভব ঝাউ বাগানকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান স্থানীয়দের।