ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাধার মুখে ‘বিজলী, থানায় জিডি   

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০৭:৫৩ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার

বাংলাদেশে এই প্রথম ‘বিজলী’ নামে সুপারহিরো সিনেমা নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। ছবিটি আগামী ১৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ‘বিজলী’র প্রযোজকও তিনি। কিন্তু চলচ্চিত্রটির মুক্তিকে কেন্দ্র করে দেখা দিয়েছে জটিলতা। এর মুক্তি আটকাতে বিভিন্ন দিক থেকে দেওয়া হচ্ছে বাধা। তাই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা ববি।

এ বিষয়ে তিনি বলেন, ‘১৩ এপ্রিল সিনেমাটি যাতে মুক্তি দেওয়া না হয়, সেজন্য বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি। আমি আসলে বিষয়টা এখনও বুঝতেছি না, কেন এমনটা ঘটছে আমার সঙ্গে। তাই নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে রমনা থানায় গত শনিবার একটি জিডি করেছি।’

এই ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা রণবীর।

বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও আইসল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। ২০১৬ সালে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ ছবির শুটিং লোকেশন আইসল্যান্ডের ডায়মন্ড বিচেও ‘বিজলী’র গানের শুটিং হয়েছে।

সিনেমাটি মুক্তির আগে ১২ এপ্রিল রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ৯০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত হওয়া গেছে।

এসি