ভারতকে মোকাবেলায় অত্যাধুনিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত পাকিস্তানের
প্রকাশিত : ১১:০৩ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:০৮ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
ভারতকে মোকাবেলার জন্য এবার রাশিয়া থেকে অত্যাধুনিক টি-৯০ ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। স্থলযুদ্ধে অত্যন্ত কার্যকর অত্যাধুনিক এই ট্যাঙ্ক ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে।
স্থলযুদ্ধে ভারতকে মোকাবেলায় সব সময় আগ্রাসী পাকিস্তান। সে কারণেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান টি-৯০ ট্যাঙ্ক কেনার জন্য রাশিয়ার সঙ্গে কথা বলছেন। সামরিক শক্তি বৃদ্ধির জন্য ভারত যখন ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে, তখন হাত গুটিয়ে বসে নেই প্রতিবেশী পাকিস্তানও।
সম্প্রতি রাশিয়ার সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান বলেছেন, “দেশের বিমানবাহিনীকে সব দিক থেকে আরও দক্ষ, শক্তিশালী অত্যাধুনিক করে তুলতে আমরা মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরই আমরা বিষয়টি ঘোষণা করব।”
তবে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তারা রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বিশেষ আগ্রহী। বিশেষত বিমানবাহিনীকে আরো শক্তিশালী করে তুলতে চায় সরকার। এর আগে চীন থেকেও ক্ষেপনাস্ত্র কিনে পাকিস্তান।
সূত্র: এনডিটিভি
এমজে/