ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনকে ঘিরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে
প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ মে ২০১৬ শনিবার | আপডেট: ০১:১৭ পিএম, ২৮ মে ২০১৬ শনিবার
আবারও মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এবার ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান ডিয়েগোতে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আগামী ৭ই জুন নির্বাচনকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়া-মেক্সিকো সীমান্তের কাছে প্রচারণা চালাচ্ছিলেন ট্রাম্প। ওই প্রচারণা যোগ দিতে শহরের সিটি কনভেশন সেন্টারের সামনে থেকে তার সমর্থকরা র্যালী বের করে। অন্যদিকে ট্রাম্প বিরোধীরাও একই সময়ে ওই এলাকায় এলে সংঘর্ষ বাধে। পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে পাথর ও পানির বোতল ছুঁড়ে বিক্ষুদ্ধরা। ঘটনাস্থল থেকে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। এরআগে ডেমোক্র্যাটিক দলের বার্নি সান্ডার্স, ডোনাল্ড ট্রাম্পকে বির্তকে যোগ দেয়ার আমন্ত্রণ জানালে তা প্রত্যাখান করেন তিনি।