ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বাজেটের পর কোটা সংস্কার করা হবে: অর্থমন্ত্রী  

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন আগামী বাজেটের পর কোটা সংস্কারে হাত দেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কোটা এখন যা আছে সেটা একটু বেশিই হয়ে গেছে। এটা সংস্কার করা উচিৎ। তবে কোটা বাদ দেওয়া যাবে না। এটাকে সংস্কার করতে হবে। সমাজে যারা পশ্চাৎপদ, তাদের জন্য কোটা থাকা উচিত। প্রশ্ন হচ্ছে কত শতাংশ থাকবে? আগামী বাজেটের পরে কোটা সংস্কারে হাত দেওয়া হবে।’

সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা কোটা। কোটা অনুযায়ী যত পদ আছে, তত লোক পাওয়া যায় না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এসি