ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

‘বিএনপি গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’   

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

বিএনপি মুখে এক কথা বললেও ভেতরে ভেতরে তারা বর্তমান সরকারের অধীনেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানমঙ্গলবার আশুলিয়ার ধউর এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা তুরাগ নদী উদ্ধার করতে গিয়ে একথা বলেন তিনি।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী উদ্ধার অভিযান পরিচালানা করে।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের অধীনেই নির্বাচনে যাবে। তারা যদি দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো একাদশ জাতীয় নির্বাচন বর্জন করে তাহলে এ দেশে তাদের আর কোনো ঠাই হবে না। নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচনে যেতে হয় এটাই স্বাভাবিক।

শাজাহান খান বলেন, নদী দখলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর। পর্যায়ক্রমে প্রভাবশালীদের দখলে থাকা সব নদী উদ্ধার করবে সরকার। নদীর পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি নদীর পাশে পার্ক নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) শফিকুল হক, ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একে এম আরিফ উদ্দিন, উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আসাদুজ্জামান, নুর হোসেন প্রমুখ।

আর/এসি