ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে জাপান

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৮ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৭:১১ পিএম, ২৮ মে ২০১৬ শনিবার

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে জাপান। দুই দেশের মধ্যে সহযোগিতা ভবিষ্যতে আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। শনিবার সকালে জাপানের নাগোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন জাপানের প্রধানমন্ত্রী। পরে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন শেখ হাসিনা। জি-সেভেন শীর্ষ সম্মেলনের আউটরিচ বৈঠকে অংশগ্রহণের পরদিন জাপানের নাগোয়ায় সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এসময় জাপান বাংলাদেশের অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যহত রাখবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন শিনজো আবে। একটি নতুন বিমানবন্দর স্থাপনে সহযোগিতার প্রতিশ্র“তিও দেন তিনি। বাংলাদেশ-জাপান সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। এর আগে সকাল নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে তার হোটেলে আসেন শ্রীলংকার  প্রেসিডেন্ট সিরিসেনা। দু’দেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। এদিন, বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নব নির্মিত চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।