ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কে এই সাধুবাবা?

প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

গ্রামের মানুষের ওপর ভর করেছে অদৃশ্য এক শক্তি। এ নিয়ে ভয়ের মধ্যে রয়েছে গ্রামের নারী পুরুষরা। কোনোভাবেই তারা এর থেকে মুক্তি পাচ্ছে না। পরিত্রানেরও কোনো পথ খুঁজে পাচ্ছে না। ঠিক সেই মুহুর্তে ওই গ্রামে এসে হাজির হয় নোয়াখালীর এক সাধুবাবা। 

যার চলা ফেরায় নানা রকম মজার কাণ্ড ঘটতে থাকে। এমনই এক মজার ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘চুন্নু মিয়ার হালখাতা’।    

এতে সাধুবাবা চরিত্রে অভিনয় করেছেন মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্সের জামিল হোসেন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল ও শ্রাবন্তী কর ঊর্মিলা।       

‌‘চুন্নু মিয়ার হালখাতা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এর আগে চাষি, বেকার যুবক, ছাত্রসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামিল।

নিজের নতুন কাজটি নিয়ে তিনি বললেন, ‘নোয়াখালীর মানুষ হিসেবে কাজটি করা আমার জন্য সহজ হয়েছে। তবে প্রথমবারের মতো সাধুবাবার মতো এমন অদ্ভুত এক চরিত্র করলাম।’

‘চুন্নু মিয়ার হালখাতা, নাটকটি আগামী শুক্রবার রাত ৯টায় এসএটিভিতে প্রচার হবে।


এসি