ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৪ সোনার বারসহ আটক ১

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৮ মে ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫৩ পিএম, ২৮ মে ২০১৬ শনিবার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৮০০ গ্রাম ওজনের ৮৪টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। দুবাই থেকে বাংলাদেশে ঐ চালান পৌঁছে দেয়ার সময় তাকে আটক করা হয়। আটক আবুল হোসেনকে জিজ্ঞাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন শুল্ক গুয়েন্দারা। শনিবার ভোর ৫টা ২০ মিনিটে দুবাই থেকে আসা কাতার এয়ালাইন্সের যাত্রী আবুল হোসেনকে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দাদের। পরে তার দেহ তল্লাসী করা হয়। শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক তারেক মাহমুদ জানান, আবুল হোসেনের কাছ থেকে ৮৪টি সোনার বারসহ মেয়েদের কিছু গয়না উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আটক আবুল হোসেন প্রায়ই সোনার চালান বিমাবন্দরে টয়লেট পর্যন্ত পৌঁছে দেয়ার কাজ করেন। এর সাথে বিমানবন্দরের কেউ জড়িত কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঐ চোরাচালানীকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।