দাঁত ব্রাশ সম্পর্কে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত : ১২:০৫ এএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
`ব্রাশ করি সকাল রাতে পেপসোডেন্ট আর মায়ের সাথে` এই শ্লোগানকে সামনে রেখে রাউজানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দাঁত ব্রাশ সম্পর্কে মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ ও টুথপেষ্ট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিলিভারের পণ্য পেপসোডেন্টের প্রতিনিধি ও পি.আর লিডার মো.তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি তৈয়ব চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগি সদস্য সিরাজুল হক, সহ-সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক পিউ মুৎসুদ্দি।
বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অশোক বড়ুয়া, মো. মোরশেদ আলম, প্রণব বৈদ্য, রুম্পা দাশ গুপ্তা, রশ্মি বিশ্বাস, মুন্নি রানী শীল, সুস্মিতা মজুমদার, হালিমা বেগম, জামাল উদ্দিন।
খাবার থেকে সৃষ্ট জীবাণু ও অ্যাসিড, যা দাতের ক্যাভিটিসহ অনেক ধরনের মুখের অসুখের কারণ সম্পর্কে ধারনা এবং প্রতিদিন সকাল ও রাতে ব্রাশের মাধ্যমে দাঁত সুস্থ ও মজবুত রাখার জন্য ২১ দিনব্যাপী চর্চার মাধ্যমে অভ্যাসে পরিণত করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পেপসোডেন্ড তুলে দেওয়া হয়।
কেআই/এসি