ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৬ ১৪৩১

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাকড

প্রকাশিত : ০১:২৬ এএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০১:২৬ এএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার

রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদের নিজস্ব ওয়েবসাইটসহ বেশ কয়েকটি সরকারি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করেছে দুর্বৃত্তরা। এদিকে কে বা কারা ওয়েবসাইটগুলো হ্যাক করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে শিক্ষার্থীরা দাবি আদায়ে ওয়েবসাইটগুলো হ্যাক করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা থেকে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। রাত ১টার দিকে রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইট, প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট, , বিসিএস প্রশাসনের ওয়েবসাইট ও কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd),বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd)।


এমজে/