কোটা সংস্কারের দাবি, সরকারি ওয়েবসাইট হ্যাকড(ভিডিও)
প্রকাশিত : ১০:৫২ এএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১২:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০১৮ বুধবার
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপুর্ন বেশকিছু সরকারি ওয়েবসাইট হ্যাকড করা হয়েছে। পরে সেখানে কোটা সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এসব ওয়েবসাইট সচল করার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখার ছাত্রলীগ সভাপতিকে বহিস্কার করা হয়েছে।
গেলোরাত দশটার পর হ্যাকিংয়ের শিকার হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট।
পরে সেখানে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিষয় তুলে ধরে হ্যাকাররা।
তবে এরইমধ্যে সচল হয়েছে বেশ কিছু ওয়েবসাইট। বাকীগুলো দ্রুত উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়ায় মধ্যরাতে নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের কয়েকজন ছাত্রী। এটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি।
পরে হল শাখার সভাপতি ইশরাত এশাকে ছাত্রলীগ একইসাথে বিশ্ববিদ্যালয় থেকেও বহিস্কার করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন উপাচার্য।