এই প্রথম বৈশাখে কুমার বিশ্বজিৎ
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
এই প্রথম সরাসরি বৈশাখের গান নিয়ে হাজির হচ্ছেন কুমার বিশ্বজিত। সোমেশ্বর অলির লেখা এবং আহম্মেদ হুমায়ূনের সুরে এ গানটির শিরোনাম ‘ঢেউ লেগেছে বাংলা ঢোলে বৈশাখী হাওয়ায়’।
গানটির রেকর্ডিংয়ের কাজ শেষে শাহবাগের চারুকলায় এর মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটির কম্পোজিশন করেছে ভারতের চেন্নাইয়ে অবস্থিত এআর রহমানের সংগীত প্রতিষ্ঠান কে এম ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, এর আগে আমার গান একতারা বাজাইওনা-তে বৈশাখের কিছুটা আমেজ পাওয়া গেলেও এবারই প্রথম সরাসরি বৈশাখের কোনো গান গাইলাম। অলি লিখেছে চমৎকার, হুমায়ূন সুরও করেছে ভালো এবং সর্বোপরি কে এম ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কম্পোজিশনও দারুণ করেছে। দক্ষিণ ভারতের গানে নাদাসসুয়ারাম ইনস্ট্রুম্যান্টের ব্যবহারে আমি মুগ্ধ হতাম। আর সেটা আমার এই গানেও ব্যবহার করা হয়েছে। এক অদ্ভুত কম্পোজিশন হয়েছে। সবমিলিয়ে গানটি আমার ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস নববর্ষে শ্রোতা-দর্শকের কাছে এই গান এক অন্যরকম ভালোলাগা উপহার দেবে।
কুমার বিশ্বজিৎ আরও জানান, পহেলা বৈশাখের দিনেই ‘বাংলাঢোল’-এর ইউটিউব চ্যানেলে তার গাওয়া বৈশাখের এই গানটি পাওয়া যাবে।
এসএ/