প্রভাষক নিয়োগ দেবে টিএমএসএস
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা কর্তৃক পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (টিপিএসএস)-এ ৪ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা
প্রভাষক পদে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১ জন, অর্থনীতি বিষয়ে ১ জন, ফিন্যান্স ও ব্যাংকিং পদে ১ জন এবং বাংলা বিষয়ে ১ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে যে কোনো ১টিতে প্রথম বিভাগ থাকতে হবে। তবে কোনো ক্ষেত্রে ৩ বিভাগ গ্রহণযোগ্য নয়। শিক্ষকতা পেশায় অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
১১০০০-৪৯০x৭-৫৪০x১১-২০৩৭০ টাকা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন করতে হবে পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন), টিএমএসএস, ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ বরাবরে।
আবেদনের সময়সীমা
আগামী ১৫ মে ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র: প্রথম আলো, ১১ এপ্রিল ২০১৮, পৃষ্ঠা.৮
একে//টিকে