রোহিঙ্গাদের দ্রুত দেশে নেওয়া হবে: মিয়ানমারের মন্ত্রী
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০৭ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পূণর্বাসন মন্ত্রী ড. উইন মিয়ায়ে। কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বেলা ১১টার কিছু পর কুতুপালং ক্যাম্পে পৌঁছান মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পূণর্বাসন মন্ত্রী ড. উইন মিয়ায়ে। ক্যাম্পে ঢুকতেই রোহিঙ্গাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। যদিও মুহুর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন-শৃংখলা বাহিনী।
শুরুতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এ সময় ন্যাশনাল ভেরিফিকেশন কার্ডসহ রোহিঙ্গাদের নাগরিক সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করে নিজ দেশে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানান তিনি। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মন্ত্রীর কাছে তাদের দাবী-দাওয়া তুলে ধরেন।
অপরদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করছেন সৌদি আরবের উচ্চ পর্যায়ের ২১ সদস্যের প্রতিনিধি দল।
পরিদর্শন করে শেষে এক প্রেসব্রিফিং-এ সৌদি আরবের কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের সুপারভাইজার জেনারেল ড. আব্দল্লাহ আল রাবিয়াহ জানান, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সবধরণের মানবিক সহায়তা দেবে সৌদি সরকার।
এছাড়াও তিনি রোহিঙ্গাদের স্ব-সম্মানে নিজ ভুমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
এমএইচ/ টিকে