ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঢেলে সাজাবে জেলা প্রশাসন

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার

চট্টগ্রামের দৃষ্টিনন্দন পতেঙ্গা সমুদ্র সৈকতে অব্যবস্থাপনার পাহাড় জমেছে। বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্র“তি দিলেও, সৈকতের আধুনিকায়নে দুই দশকেও নেই কার্যকর উদ্যোগ। ফলে দিন দিন কমছে পর্যটক। তবে আগামী ৬ মাসের মধ্যেই পতেঙ্গা সমুদ্র সৈকতকে ঢেলে সাজাতে কাজ শুরু করছে জেলা প্রশাসন। পতেঙ্গা সৈকতে সমুদ্রের উত্তাল জলরাশি, দৃষ্টি নন্দন পাথর, সারি সারি নৌকা, জাহাজ দেখে কার না মন জুড়িয়ে যায় ! বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন অবসরে। কিন্তু,কাছাকাছি মানসম্মত হোটেল-রেস্টুরেন্ট, বিশ্রামের জায়গা, শৌচাগারসহ পর্যাপ্ত পর্যটন সুযোগ সুবিধা না থাকায় পর্যটক আকর্ষণের সুবিধা নিতে পারছে না সম্ভাবনাময় এই সৈকত। অন্যদিকে সৈকতের তীর ঘেঁষে গড়ে উঠা শত শত ঝুপড়ি, দোকানপাট নষ্ট করছে অপরূপ সৌন্দর্য। যাতায়াত অসুবিধা ও নিরাপত্তাহীনতার আশংকায় সন্ধ্যা হওয়ার আগেই ফাঁকা হয়ে যায় সাগর তীর। অথচ থাইল্যান্ডের পাতায়া বিচসহ বিশ্বের বহু দেশেই শুধুমাত্র এমন প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে অর্থনীতির ব্যাপক উল্লম্ফন হয়েছে। চট্টগ্রাম বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জানালেন, এমন পরিকল্পনা নিয়েই কাজ শুরু হচ্ছে। শিগগির অবৈধ দখলদার উচ্ছেদ, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এই সৈকতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও জানান তিনি।