৩০ কোটিতে বিক্রি হলো ডাইনোসরের কঙ্কাল
প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
দামি হিরে কিংবা প্রাচীন মুদ্রা বিক্রির খবর হরহামেশাই পাওয়া যায়। কিন্তু এবার দুটো ডাইনোসর বিক্রির খবর বেশ তোলপাড় তোলে। প্রাগৈতিহাসিক এই প্রাণী সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। শিশু থেকে বড়দের মধ্যে আজও বিস্ময় হয়ে রয়েছে এই দানবীয় প্রাণী। কিছু দিন আগে যে দুটো ডাইনোসরের কঙ্কাল বিক্রির খবর শিরোনাম হয়, সে দুটো বিক্রিও হয়ে গেলো। অজানা এক ক্রেতা দুটো ডাইনোসরই ঘরে নিলেন ৩০ কোটি টাকায়।
এ সপ্তাহেই অ্যালোসরাস এবং ডিপ্লোডোকাস প্রজাতির দুটো ডাইনোসরের কঙ্কাল নিলামে তোলা হয় প্যারিসে। বিলাসী জিনিস যারা সংগ্রহ করেন তাদের জন্যে সুখবরই বটে। কারণ ঘরে গোটা ডাইনসরের কঙ্কাল সাজিয়ে রাখার ভাগ্য কয় জনের কপালে জোটে? এ খবর পাওয়ামাত্রই বিলাসী সংগ্রহকরীরা প্রস্তুতি নিতে থাকেন। এ দুটো ৩ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়ে গেছে। অবশ্য ক্রেতা তার নাম গোপন রেখেছেন।
এর আগে প্যারিসের বিনোচে এত গিকুইলো নিলাম হাউজের মুখপাত্র আইয়াকোপো ব্রিয়ানো জানান, দুটো ডাইনোসরের ফসিল নিয়ে বিজ্ঞানীদের যাবতীয় গবেষণার কাজ শেষ হওয়ায় এদের এখন বিক্রি করে দেওয়া যায়। তবে এগুলো তারাই কিনতে পারবেন যাদের ঘর যথেষ্ট বড়। মূলত বিশাল ঘর ছাড়া এদের রাখার কোনও উপায় নেই।
অ্যালোসরাসটি আকারে তুলনামূলক ছোট। এটির দৈর্ঘ্য সাড়ে বারো ফুট। মাংসাশী এই প্রাণীর কঙ্কাল বিক্রি হয়েছে ১.৪১ মিলিয়ন ইউরোতে। আর ডিপ্লোডকাসটি নাক থেকে লেজ শেষ পর্যন্ত ১২ মিটার লম্বা। এই তৃণভোজীটির দাম উঠেছে ১.৪৪ মিলিয়ন ইউরো।
সূত্র: এনডিটিভি
একে//টিকে