ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রাজধানীতে প্রাইভেটকারের চাপায় নিহত ১

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার

রাজধানীর পল্লবীতে প্রাইভেকারের চাপায় ফারুক আহমেদ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহত ফারুকের গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি মিরপুর ৬ নম্বর এলাকায় থেকে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর রোডে ফারুককে একটি প্রাইভেটকার চাপা দিলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

একে/এসএইচ/