ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর ধীবর বিদ্যা নিকেতনে উন্নয়নের ছোয়া লেগেছে

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার | আপডেট: ১২:৩৯ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার

লক্ষীপুরের ধীবর বিদ্যা নিকেতনের জরাজীর্ণ অবস্থা নিয়ে একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর উন্নয়নের ছোয়া লেগেছে বিদ্যালয়টিতে। জেলা প্রশাসকের সহায়তায় অনেক সংকটই কেটে গেছে। তবে স্কুল সংলগ্ন বেড়িবাঁধে ভাঙনসহ আরো কিছু সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। মেঘনাপাড়ের মজুচৌধুরীর হাটের বেড়িবাঁধের ওপর জেলে শিশুদের শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ। বিদ্যালয়টি একসময় খুবই নাজুক অবস্থায় ছিল। কিন্তু এখনকার চিত্র ভিন্ন। একুশে টেলিভিশনে সংবাদ প্রচারের পর নজরে আসে জেলা প্রশাসকের। এরপর তিনি টিনশেড, টিউবওয়েল, বেঞ্চসহ বিভিন্ন সমস্যার সমাধান করে দেন। তাই শিক্ষার্থী ও অভিভাবকরা কৃতজ্ঞ জেলা প্রশাসনের প্রতি। নানা কারণে বাঁধের কিছু অংশ ভেঙে যাওয়া, শিক্ষকদের বেতন-ভাতার সমস্যাওসহ এখনও ধীবর বিদ্যানিকেতনের রয়ে গেছে বেশকিছু সমস্যা। সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যানিকেতনের উন্নয়নে যথাসম্ভব সহযোগিতা দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সবার সহযোগিতায় ধীবর বিদ্যানিকেতনটি সব সংকট কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন সবাই।