ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাত

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৫১ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাত করেছেন সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান। শনিবার সকালে সেনাবাহিনী সদরদপ্তরে সাক্ষাতের সময় সময় তারা পারস্পরিক কুশলা বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ নৌ-বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন। এর আগে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল চ্যাং ওয়ানকুয়ান। এছাড়া সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার’ প্রদান করে। তিনদিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন চীনা প্রতিরামন্ত্রী। ৩৯ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন তিনি।