ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫,   পৌষ ২১ ১৪৩১

রমনায় নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার

নতুন বছরকে বরণ উপলক্ষে রমনার বটমূলে ছায়ানট য়োজিত অনুষ্ঠানে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বটমূলে যেতে পার হতে হচ্ছে চার স্তরের বেস্টনী। রমনার প্রতিটি প্রবেশদ্বার ও বটমূল এলাকায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

উৎসব প্রাঙ্গনে প্রবেশ ও বের হওয়ার জন্য করা হয়েছে আলাদা রাস্তা। প্রতিটি রাস্তায় দায়িত্ব পালন করছেন একাধিক নিরাপত্তা কর্মী। রমনা এলাকায় কোনো প্রকার ব্যাগ ও ধাতব দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

রমনার বটমূল এলাকার নিরাপত্তা তদারকি করতে আজ সকালে উৎসব প্রাঙ্গনে আসেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বৈশাখী উৎসবের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

এসময় একুশে টেলিভিশন অনলাইনকে তিনি বলেন, বৈশাখের সাথে আমাদের জাতীয় পরিচয় জড়িয়ে আছে। তাই আমরা দিনব্যপী সুন্দর আয়োজন উপহার দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। শুধুমাত্র রমনা ও তার আশে পাশের এলাকায় প্রাথমিক ভাবে ৬০০ র‌্যাব সদস্য কাজ করছে। আরো বেশী সংখ্যক র‌্যাব সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক জানান, রমনা বটমূল সংলগ্ন এলাকায় সিনিয়র সিটিজেন ও বয়স্ক লোকদের জন্য বিশ্রামাগার, সবার জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা, সরাসরি বটমূলে না গিয়েও উৎসব উপভোগ করার জন্য প্রজেক্টরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আর