ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

এখনই রাজনীতি নিয়ে ভাবছি না: সাকিব

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, রাজনীতি এখনই ভাবছি না। শুক্রবার ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) তিনি এসব কথা বেলেন। তিনি বলেন, ভবিষ্যৎ জানি না, রাজনীতি নিয়ে ভাবছি না এখনই।’

তবে বেশ কিছু দিন থেকে তিনি রাজনীতিবিদদের সঙ্গে বেশ সখ্য করে চলছেন বলে জানা গেছে। কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে দেখা করেন সপরিবারে, এর কয়েক দিন পরই রাতের খাবার খেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায়। এমনকি সাকিবকে একাধিক রাজনৈতিক মঞ্চেও দেখা গেছে।

তবে সাকিব জানান, তার মনোযোগ এখন সম্পূর্ণ ক্রিকেটে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। আমি বর্তমান নিয়েই থাকতে চাই। কিন্তু কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। এ ব্যাপারে (রাজনীতি) এখনো ভাবিনি, তাই এটা নিয়ে এখন কথা বলাও কঠিন। ক্রিকেট আমার জীবন এবং মনোযোগটা শুধু এখানেই (ক্রিকেট) থাকবে।

প্রশ্ন আসে, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সপরিবার যাওয়া প্রসঙ্গে। এই প্রশ্নের ব্যাখ্যায় সাকিব বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি ক্রিকেট খুব পছন্দ করেন এবং খেলোয়াড়দের সব সময় উৎসাহ দেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন সাকিব। আসরের প্রথম দুই ম্যাচেই খেলেছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২ উইকেট নেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও এক উইকেট নেন তিনি। এ দুটি ম্যাচেই জয় পেয়েছে তার দল।

এসএইচ/