নির্বাচনে সহিংসতায় সরকার ও নির্বাচন কমিশনই দায়ী বলেছেন এ কিউ এম বদরুদ্দোজা
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৯ মে ২০১৬ রবিবার
স্থানীয় পর্যায়ের নির্বাচনে ব্যাপক সহিংসতার অভিযোগ এনে এই ঘটনায় সরকার ও নির্বাচন কমিশনই দায়ী বলেছেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মুসলীম লীগের ৮ম জাতীয় কাউন্সিলে রাখা বক্তব্যে এসব কথা বলেন তিনি। দলীয় প্রতীকে স্থানীয় এই নির্বাচনের ফলে সহিংসতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। সারা দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের লজ্জা পাওয়া উচিত বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, নির্বাচিত সরকার না হওয়ার কারনেই ভোট চুরির ঘটনা পার পেয়ে যাচ্ছে। একই আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, এই সরকারের অধীনে ধর্মীয় বিভেদ বাড়ছে।