হারের হ্যাটট্রিক মুস্তাফিজদের
প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার
জেসন রয়ের ব্যাটে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলসের। এ নিয়ে মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে পর পর তিনটি ম্যাচে। ১৯৫ রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। আইপিএল অভিষেকে ডেয়ারডেভিলসের হয়ে ৫৩ বলে ৯৪ রান করেছেন জ্যাসন রয়। তার শক্তিশালী ব্যাটিংয়ের সৌজন্যে ওয়াংখেড়ে থেকে পয়েন্ট টেবিলে খাতা খুলল গম্ভীরের দল। অন্যদিকে ১৯৪ রান করেও হার মুম্বইয়ের।
এর আগে ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপে দিল্লি ডেয়ারডেভিলসের সামনে বড় রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্স । সূর্যকুমার যাদব ও ক্রিস লুইস এবং ঈষান কিষাণের ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স।
চার নম্বরে ব্যাট করত নেমে মাত্র ১৮ রানে ডাগ-আউটে ফেরেন মুম্বই ক্যাপ্টেন। ফলে মুম্বইয়ের এদিন ইনিংস শুরু করেন সূর্জ্রযকুমার ও লুইস। দলকে স্বপ্নের শুরু দেন এই দুই ওপেনার। ওপেনিং জুটিতে ১০২ রান যোগ করেন সুর্যকুমার ও লুইস৷ ৩২ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৫২ রানের ইনিংস খেলেন মুম্বইয়ের এই প্রাক্তন নাইট তারকা৷
এমএইচ/টিকে